আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই মহা তারকা বর্তমানে আইসোলেশনে আছেন। এদিকে মেসির করোনা আক্রান্ত হওয়ার খবর রোববার চাউর হতেই ক্ষেপে যান তার সমর্থকরা।
সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলোচনায় আসেন আর্জেন্টাইন ডিজে ফার পালাসিও।
সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ক্যাপশনে পালাসিও লিখেন, নাচার জন্য আমি অসামান্য খেলোয়াড়কে পেয়েছি। মেসির পরিবারকে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য।
রোববার পিএসজি জানায় করোনা আক্রান্ত হয়েছেন মেসি। এই ঘোষণার পরই বিপদে পড়েন ডিজে পালাসিও।
আরও পড়ুন:
সৌদি আরবে অর্থপাচার মামলায় অভিযুক্ত ৬ জনকে ৩১ বছরের কারাদণ্ড
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুনের ঘটনায় একজন গ্রেপ্তার
প্রসঙ্গত, আর্জেন্টিনা ভ্রমণকালে বেশি কিছু পার্টিতে অংশগ্রহণ করেন মেসি। বর্তমানে মেসি রোসারিওতে আছেন। নেগেটিভ না হওয়া পর্যন্ত তিনি ফ্রান্সে ফিরতে পারবেন না।
news24bd.tv/আলী