বিদেশ থেকে শিল্পী আসছে ঠিকই, কিন্তু ট্যাক্স দেওয়া হচ্ছেনা

বিদেশ থেকে শিল্পী আসছে ঠিকই, কিন্তু ট্যাক্স দেওয়া হচ্ছেনা

গুলজার হোসাইন উজ্জ্বল

এ বছর নিউ ইয়ারে ফানুস, পটকা ও আতশ বিক্রি হয়েছে রেকর্ড পরিমান। মদ বিক্রি গতবারের তুলনায় প্রায় দ্বিগুন।  

বেশ ক বছর ধরে বিয়ে শাদীতে জৌলুসের উত্তরোত্তর বৃদ্ধি নজরে পড়েছে সবার। সাম্প্রতিক ট্রেন্ড হচ্ছে গায়ে হলুদে ইন্ডিয়া থেকে সেলিব্রেটি শিল্পীদের উড়িয়ে আনা।

এগুলো কিসের লক্ষণ!!! 

অতিসম্প্রতি আমার বাসার দুই তিনটা বাসা পরেই গায়ে হলুদে এসে গান গেয়ে গেছেন কৈলাশ খের। আজ পত্রিকায় দেখলাম বলিউডের সুপারস্টার র‍্যাপ সিংগার বাদশা  এসেছেন কোন এক গায়ে হলুদে।  

পত্রিকা বলছে বিদেশ থেকে শিল্পী আসছে ঠিকই,  কিন্তু ট্যাক্স দেওয়া হচ্ছেনা।

লেখাটি গুলজার হোসাইন উজ্জ্বল- এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী