১২-১৫ বছর বয়সীদের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

১২-১৫ বছর বয়সীদের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভাইরাসটির দাপট নতুন করে দেখা দিয়েছে। এবার ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার ও বায়োএনটেক-এর তৈরি করোনা টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ-এর পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আরও পড়ুন: কক্সবাজারে পর্যটককে ধর্ষণ, আসামি বাবু গ্রেফতার

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক ডোজের পর বুস্টার শট নেওয়ার সময়সীমাও কমানো হয়েছে। এই সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে পাঁচ মাস করা হয়েছে।

news24bd.tv রিমু