ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফাইল ছবি

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় জন্ম হয় সংগঠনটির।  

সংগঠনটির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন করতে সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি দলের শ্রদ্ধার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে পর্যটককে ধর্ষণ, আসামি বাবু গ্রেফতার

এদিন সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটা হবে। বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

 

news24bd.tv রিমু