বিশাল লিডের পর টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে নিউজিল্যান্ড

স্বাগতিকদের চাপে রেখেছে টাইগাররা

বিশাল লিডের পর টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই ভালো খেলছে বাংলাদেশ। ধারাবাহিক বোলিংয়ে স্বাগতিকদের চাপে রেখেছে টাইগাররা। চতুর্থ দিনের শুরুতেই প্রথম আঘাত আনে তাসকিন। ফেরান অধিনায়ক টম লাথামকে।

পরে ডেভন কনওয়ের উইকেট নেন ইবাদত।

মুমিনুল বাহিনীর বোলিংয়ে অনেকটা দিশেহারা কিউইরা। আলগা বোলিং না করায় রানও তুলতে পারছে না তারা। নিয়ন্ত্রিত লাইন ও লেন্থ ঠিক রেখে বল করে যাচ্ছেন পেসার ও স্পিনার।

উইকেট আরো একটি পেতে পারত বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৩০ রানের লিড নিয়েছে মুমিনুলবাহিনী। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করেছে ৪৫৮ রান।

১৩০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে কিউইরা। ১৪ রান করা অধিনায়ক টম লাথামকে বোল্ড করেছেন তাসকিন আহমেদ। সাজঘরে ফিরে গেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে। ১৩ রান করা কনওয়েকে শাদমান ইসলামের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন।

যদিও উইকেট আরো একটি পেতে পারত বাংলাদেশ। মিরাজের বলে ইয়াং ৩১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। লিটনের গ্লাভসে বল জমেনি।

আরও পড়ুন


সাভারে দেবরের নির্দেশে গৃহবধূকে এসিড নিক্ষেপ

news24bd.tv এসএম