দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে লাগা ধ্বংসাত্মক আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলার কয়েকঘণ্টা পরই আবার জ্বলে উঠেছে আগুন। খবর বিবিসির।
বিবিসি জানায়, ভবনের ছাদ থেকে জ্বলে উঠতে দেখা গেছে আগুনের শিখা। দমকলকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
গত রোববার সকালে কেপ টাউনের পার্লামেন্ট ভবনে এ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষ ধ্বংস হয়েছে। পুরোপুরি নষ্ট হয়ে গেছে মেঝে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগুন লাগানোসহ ভবন ভাঙচুর এবং চুরির অভিযোগও আনা হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তিকে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে।
আরও পড়ুন: ১২-১৫ বছর বয়সীদের বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আগুনের ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক’ বলে বর্ণনা করেছেন। তিনি এ ঘটনার পরও পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। যদিও ছুটির কারণে এখন পার্লামেন্ট অধিবেশন বন্ধ আছে।
পার্লামেন্ট ভবনের তৃতীয় তলার দপ্তর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান কর্মকর্তারা। যা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
news24bd.tv রিমু