কুড়িগ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

অভিযুক্ত স্বামী আবু বকর সিদ্দিক

কুড়িগ্রামে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়ায় দাম্পত্য কলহের জেরে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে স্ত্রী শাহিদা বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শাহিদা বেগম ওই গ্রামের শাহজাহান আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে সকালেই আবু বকর সিদ্দিককে আটক করে।

জানা যায়, গত ২৪ বছর পূর্বে একই গ্রামের মৃত: আব্বাছ আলীর পুত্র কাঠ ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের সাথে শাহিদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে ৩টি কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে বেশ কিছু দিন পূর্বে শাহিদা বাবার বাড়িতে চলে আসে। গত সোমবার শ্বশুর বাড়িতে আসে আবু বকর সিদ্দিক।

রাত ৩টার দিকে চিৎকার শুনে বাড়ির লোকজন শাহিদার কক্ষে ঢুকে তাকে বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আবু বকর সিদ্দিককে পাশের গ্রাম থেকে সকালেই আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

আরও পড়ুন


লামায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে জেএসএসকর্মী খুন

news24bd.tv এসএম