এবাদতের বোলিং নৈপুণ্যে দিশেহারা নিউজিল্যান্ড

বোলিং তোপে দিশেহারা কিউইরা

এবাদতের বোলিং নৈপুণ্যে দিশেহারা নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দিচ্ছে না টাইগাররা। বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা কিউইরা। চতুর্থ দিনের শুরুতেই প্রথম আঘাত আনে তাসকিন। ফেরান অধিনায়ক টম লাথামকে।

এরপর বোলিংয়ে একের পর এক নৈপুণ্য দেখাচ্ছেন এবাদত। এ পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট।

মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৪৫৮ রান। বাংলাদেশের লিড ১৩০।

এই ১৩০ রানের আগে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেলে ইনিংস ব্যবধানে হারতো তারা। তবে সেটা আর হচ্ছে না।

ইনিংস হার এড়ালেও স্বস্তিতে নেই কিউইরা। ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইরা এখন পর্যন্ত হারিয়েছেন ৫ উইকেটে।

এর আগে, ৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বির দৃঢ়তায় ৪৫৮ রান তোলে। মিরাজ ৪৭ ও রাব্বি ২৬ রান করেন। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৪টি উইকেট লাভ করেন। এছাড়া নিল ওয়াগনার ৩টি ও টিম সাউদি ২টি উইকেট নেন।

আরও পড়ুন


ভোলায় ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

news24bd.tv এসএম