কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্ত নিয়ে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। তদন্ত নিয়ে পুলিশ ও র্যাবের বক্তব্যে কোন অসামঞ্জস্য নেই বলে জানায় রাষ্ট্রপক্ষ।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের দ্বৈত বেঞ্চ বিচারবিভাগীয় রিটের মন্তব্যে হাইকোর্ট মঙ্গলবার এসব মন্তব্য করেন।
এসময় তদন্তকালীন সময়ে হাইকোর্টের নির্দেশনা কেন মানা হচ্ছে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: কক্সবাজারে পর্যটককে ধর্ষণ, আসামি বাবু গ্রেফতার
হাইকোর্ট আরও বলেন, তদন্ত চলাকালে বিভিন্ন সংস্থার অসঙ্গতিপূর্ণ বক্তব্য দুঃখজনক। এসবে জনগণের মাঝে ভুল বার্তা যাবে।
এদিকে, কক্সবাজারে নারীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
news24bd.tv রিমু