দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে সোমবার দুপুরে চুরি হওয়া নবজাতককে ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বড় জয়দেবপুর গ্রাম থেকে উদ্ধার করে। এসময় নবজাতককে চুরির অভিযোগে শিউলি আরা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশকে জানায়- শিউলির বর্তমানে দ্বিতীয় স্বামীর সাথে সংসার করছে।
পুলিশ জানায়, শিউলির ঘরে শিশুর কান্না শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে। পরে শিশুর স্বাস্থ্য পরীক্ষা শেষে নবজাতককে তার মায়ের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, সোমবার সকালে জায়েদা বেগম নামে এক প্রসূতি দিনাজপুর জেনারেল হাসপাতাল ওই নবজাতকের জন্ম দেন। দুপুরে প্রসূতির বোন হাজেরা বেগম নবজাতককে রেখে টয়লেটে গেলে ঐ নারী নবজাতককে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন
শেষ পর্যন্ত প্রমাণ হলো তারা নিরপরাধ
news24bd.tv এসএম