কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব

সংগৃহীত ছবি

কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব

অনলাইন ডেস্ক

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে চলতি সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হয়ে গেলো কমিক এবং এনিমে উৎসব। ওতাকু যাত্রা নামের এই আয়োজনে শনিবার উপস্থিত হয়েছিলেন পপ সংস্কৃতির শত শত ভক্তরা।

বার্ষিক এই কসপ্লে উৎসবের আয়োজন শুরু হয়েছিল ২০১০ সাল থেকে। বছরের পর বছর ধরে আয়োজনের মধ্যে ভিন্নতা আসছে বলে জানালেন উৎসবের সংগঠক অভিনব দাস শ্রেষ্ঠা।

আরও পড়ুন:

কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত

কসপ্লে অনুষ্ঠানে সাধারণত মাঙ্গা উপন্যাস এবং ভিডিও গেমের চরিত্রের পোশাক পড়ে অংশগ্রহণকারীরা। সাম্প্রতিক বছরগুলিতে এধরণের কসপ্লে অনুষ্ঠানের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত