একজন মেয়রের সরকারি গাড়ি থেকে প্রায় ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উদ্ধারকৃত এই কোকেনের বর্তমান বাজার মূল্য প্রায় ৮.৭ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় দাড়ায় ৭৪ কোটি টাকারও বেশি! রোববার (২ জানুয়ারি) নাইজেরিয়াতে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।
রোববার (২ জানুয়ারি) সরকারি গাড়িতে করে কোকেন নিয়ে দেশটির আগাদেজের মরু বাণিজ্য কেন্দ্রের উত্তরাঞ্চলে যাওয়ার সময় একটি চেকপয়েন্টে তল্লাশি চালানো হলে এই মাদক উদ্ধার করা হয়।
সোমবার বিষয়টি প্রকাশ করলেও এ বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির পুলিশ।
আরও পড়ুন:
কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপে মাদকদ্রব্য পাচারের ট্রানজিট হিসেবে কাজ করছে পশ্চিম আফ্রিকার দেশগুলো। এর আগে গত অক্টোবরে সেনেগাল উপকূলে একটি জাহাজ থেকে দুই টনেরও বেশি কোকেন উদ্ধার করা হয়।
news24bd.tv/আলী