২০২১ সালে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির দেখা পেয়েছে সিঙ্গাপুর। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে ব্যাংকক পোস্ট।
গণমাধ্যমটি জানায়, মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় শেষ প্রান্তিকে মৌসুমভিত্তিক জিডিপি বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। যা অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন:
কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব
২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল সমীক্ষায়। বিদায়ী বছরে সিঙ্গাপুরের জিডিপি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। যেখানে ৭ দশমিক ১ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা।
news24bd.tv/এমি-জান্নাত