সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে নুরুল আফসার লিখেন ‘আমি জীবনে যত ভুল করছি সব আমার ভুল সরি’। এই স্ট্যাটাসের পরেই আত্মহত্যা চেষ্টা করে এই যুবক। স্ট্যাটাস দেয়ার পরেই সে বাড়ির পেছনের গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সোমবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আফসার ওই এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের ছেলে।
জানা গেছে, মা-বাবার অনুপস্থিতিতে নিজ বাড়ির পেছনে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নুরুল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. দিদারুল আলম।
আরও পড়ুন:
কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব
মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ। তবে পুলিশ মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গুইমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
news24bd.tv/আলী