সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। লোহিত সাগরে জব্দকৃত জাহাজটির মাধ্যমে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল বলে অভিযোগ হুথিদের।
এমন খবর দিয়েছে রয়টার্স। জাহাজটি বিনা অনুমতিতে ইয়েমেনের পানিসীমায় প্রবেশ করে বিদ্বেষমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল।
রওয়াবি নামের জাহাজটি জব্দের খবর প্রথম আসে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন থেকে। তারা একটি অজ্ঞাত জাহাজকে লক্ষ্য করে হামলার কথা জানায়।
আরও পড়ুন:
কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব
পরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের এক বিবৃতিতে ওই হামলার কথা স্বীকার করে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সশস্ত্র জলদস্যুতার অভিযোগ করেছে তারা। জোটের দাবি, জাহাজটি সৌদি ফিল্ড হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম বহন করেছিল।
news24bd.tv/এমি-জান্নাত