৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

সংগৃহীত ছবি

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ৭০৮ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। যা টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

দেশের ৪৮ জেলার ৯৬ উপজেলায় পঞ্চম ধাপের ভোটগ্রহণ চলছে।

৪০টি ইউপিতে ভোট ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হওয়ার কথা রয়েছে।  

এর আগে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে আজকের ভোটের আগেই একক প্রার্থী হিসেবে ৪৮ চেয়ারম্যান পদপ্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৩৩ এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১১২ জন একইভাবে নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ভোট হবে ৬৫৯ ইউপিতে।

আরও পড়ুন:

পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোট আজ


এসব ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ২৭৪ প্রার্থী। এ ছাড়া নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাত হাজার ৯৫০ এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৫ হাজার ২৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

ইউনিয়ন পরিষদগুলোতে মোট ভোটার এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫। এর মধ্যে নারী ভোটার ৬৮ লাখ ৩৬ হাজার ৩১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। মোট সাত হাজার ১৩৭টি ভোটকেন্দ্রের ৩৯ হাজার ৩৯১টি ভোটকক্ষে এ ধাপে ভোট হবে।

news24bd.tv রিমু