যে কারণে এই জয় ভুলে যেতে চান মুমিনুল

জয়ের পর মাঠ ছাড়ছেন মুমিনুল ও মুশফিক

যে কারণে এই জয় ভুলে যেতে চান মুমিনুল

অনলাইন ডেস্ক

আজকের দিনটি হয়তোবা কখনও ভোলা সম্ভব হবে না। কারণ আজকের এই দিনের সঙ্গে অনেক আবেগ ও ইতিহাস জড়িয়ে আছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি উজ্জ্বলতম দিন এটি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো ইতিহাস গড়ে জয়লাভ করেছে টাইগার বাহিনী।

তবে টেস্ট অধিনায়ক মুমিনুল হক ঐতিহাসিক এই জয় আপাতত ভুলে যেতে চান। দলের স্বার্থেই তিনি চাচ্ছেন এই জয় ভুলে যেতে।

ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘জয়ে দলের সবার অবদান ছিল। ম্যাচটা জেতার জন্য সবাই মুখিয়ে ছিলাম।

তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে সবাই। বোলাররাই মূলত ম্যাচটা জিতিয়েছে। প্রথম ও দ্বিতীয় দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে সঠিক জায়গায় বল করে গেছে। এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য। ’

নিঃসন্দেহে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মুমিনুল বাহিনী। তারপরও পা মাটিতে রাখতে চান তারা। আপাতত এই জয় ভুলে দ্বিতীয় ও শেষ টেস্টটাও জিততে চান টাইগার অধিনায়ক। তিনি বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলিনি। এই ম্যাচে আমাদের অনেক ভালো খেলতে হতো। এই জয়টার কথা আমাদের ভুলে যেতে হবে এবং ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। ’

উল্লেখ্য, মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। দুদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৯ জানুয়ারি।

আরও পড়ুন


নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

news24bd.tv এসএম