বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

সংগৃহীত ছবি

বিশ্বে একদিনে রেকর্ড সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে রেকর্ড সর্বোচ্চ ২০ লাখ ৪৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণহানি হয়েছে ৫ হাজার ৯৯৫ জনের। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণ ২৯ কোটি ৫৩ লাখ ছাড়ালো। আর ৫৪ লাখ ৭২ হাজার ছাড়ালো মোট মৃত্যুর সংখ্যা।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৩৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৭৪৮ জনের।

এছাড়া, একদিনে ৫১ হাজারের বেশি শনাক্ত হয়েছে ভারতে। একদিনের হিসেবে আবারও রেকর্ড সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ফ্রান্সে।

আক্রান্ত ২ লাখ ৭১ হাজারের বেশি।

আরও পড়ুন:

৭০৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

পঞ্চম ধাপে ৭০৮ ইউপিতে ভোট আজ


অন্যদিকে যুক্তরাজ্যেও হয়েছে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। আক্রান্ত ছাড়িয়েছে ২ লাখ ১৮ হাজার। তবে সংক্রমণের উর্দ্ধগতিতেও দেশকে শাটডাউনে নিয়ে যেতে নারাজ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে মাত্র তিনজন উপসর্গবিহীন করোনা আক্রান্ত শনাক্তের পর ১১ লাখ মানুষের আরেকটি শহরে লকডাউন জারি করেছে চীন।

news24bd.tv রিমু