ছেলের কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী মা

ছেলে কোলে চড়ে শতবর্ষী মা

ছেলের কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী মা

আব্দুস সালাম বাবু, বগুড়া

বগুড়া জেলার গাবতলী উপজেলার ৯টি ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকাল ৪টায় শেষ হয়।

গাবতলীতে পঞ্চম ধাপের এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নে মোট ৫৯জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনে ১’শ ২১ জন ও সাধারণ সদস্য পদে ৩’শ ৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭ শ ২১ জন।

উপজেলার সদর ইউনিয়নের তরফসরতাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে বেলা ১২ টায় ছেলে আব্দুল লতিফ (৫২) এর কোলে চড়ে ভোট দিতে আসেন ১০০ বছর বয়সী লায়লা বেগম।

লায়লা বেগমের ছেলে আব্দুল লতিফ জানান, তার মা কথা বলতে ও হাটটে পারে না। কিন্তু ইশারা করে ভোট প্রদানের ইচ্ছা করে। মায়ের ইচ্ছা পূরণ করতে কোলে করে ভোট দেওয়ার জন্য নিয়ে এসেছে।

তিনি যে মার্কা হাত দিয়ে দেখে দিয়েছে সেখানেই তার ভোট দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমার মায়ের বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ১০০ হয়েছে।

আরও পড়ুন


সাভারে ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল, প্রার্থীকে আটকের পরে মুক্তি

news24bd.tv এসএম