ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা

সংগৃহীত ছবি

ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা

অনলাইন ডেস্ক

ইউক্রেন ইস্যুতে এবার আলোচনায় বসছেন  ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবার মার্কিন নেতৃত্বাধীন মাসরিক এই জোটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এক  এ খবর প্রকাশ করেছে এবিসি নিউজ। বলা হয়েছে, ইউক্রেন পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে জোটের আসন্ন বৈঠকের বিষয়টি পর্যালোচনা করতে আসছে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করবেন ন্যাটোর ৩০টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

আরও পড়ুন:

৩ ট্রিলিয়নের মাইলফলকে অ্যাপল

ইউক্রেন ইস্যুতে আগামী ১২ জানুয়ারি রাশিয়ার সঙ্গে ন্যাটোর বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠককে সামনে রেখেই জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউক্রেন ইস্যুতে আগামী ১০ জানুয়ারি ওয়াশিংটনের সঙ্গেও আলোচনায় বসবে মস্কো। এছাড়াও ১৩ ডিসেম্বর ন্যাটো, মস্কো, ওয়াশিংটন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

news24bd.tv/এমি-জান্নাত