সিলেটের জকিগঞ্জে ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে ভেঙে ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে একদল ভোটার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে দুটি বুথের ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে বাক্সগুলো ভেঙে সব ব্যালট পেপার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে ফেলে দেন।
ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে এবং কেন্দ্রে থমথমে অবস্থা বিরাজ করছে।
আরও পড়ুন:
নির্বাচনী সংঘর্ষের কবলে পড়ে নারী নিহত
news24bd.tv/ তৌহিদ