প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাসাদের বাগানে হরিণের আক্রমণে প্রাণ হারিয়েছেন দেশটির এক সেনা সদস্য। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হরিণটির শিংয়ের গুঁতায় শরীরে ছিদ্র হওয়ায় মারা গেছেন সার্জেন্ট ভিক্টর ইসাসি।
মঙ্গলবার ভোরে আক্রান্ত হওয়ার সময়ে নিয়মিত টহল ডিউটিতে ছিলেন সার্জেন্ট ইসাসি। বিবিসির খবরে এমন তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা
রাজধানী আসুনসিয়নের কাছে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবনের জন্য হরিণটি উপহার পাওয়া। প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের সরকারি বাসভবনে ২৪ একর জায়গার ওপর বাগান রয়েছে। সেখানে বহু প্রাণীর সঙ্গে ওই হরিণটিও ছিল। বর্তমানে হরিণটিকে সাধারণত অন্য প্রাণীদের সঙ্গে একটি আলাদা জায়গায় রাখা হয়, যাতে মানুষের কাছে আসতে না পারে।
news24bd.tv/এমি-জান্নাত