আন্দোলনের মাধ্যমে আবারও সরকার পতনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ভোটাধিকার হরণ দিবসের মানববন্ধনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায় বিচারপতি খায়রুল হককে একদিন বিচারের মুখোমুখি করা হবে। একই কর্মসূচি পালন করতে গিয়ে খুলনা, বরিশাল ও চট্রগ্রামে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপি। আরেফিন শাকিল
২০১৪ সালের দশম সংসদ নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে পালন করে আসছে বিএনপি।
আরও পড়ুন:
ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা
তারপরও বিএনপির নেতা-কর্মীরা মানববন্ধন করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপির দশজন আহত হয়, আটক করা হয় কয়েকজনকে।
একই কর্মসূচি পালন করতে গিয়ে চট্রগ্রামেও পুলিশি বাধার মুখে পড়ে বিএনপি। আহত হয় কয়েকজন। এছাড়া অন্যা্ন্য জেলায় শান্তিপূণভাবে অনুষ্ঠিত হয়েছে বিএনপির মানববন্ধন।
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে গণ আন্দোলনে সরকারকে সরিয়ে দেয়া হবে।
ফখরুল বলেন, দেশের নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করার জন্য বিচারপতি খায়রুল হককে একদিন বিচারের আ্ওতায় আনা হবে।
news24bd.tv/এমি-জান্নাত