নিরাময় কেন্দ্রের আড়ালে মাদক ব্যবসা ও রোগীদের শারীরিক নির্যা্তনের অভিযোগে মালিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গাজীপুর সদরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র থেকে তারা একজন চলচ্চিত্র অভিনেতাসহ ২৮ জনকে উদ্ধার করে।
বুধবার দুপুরে র্যাব জানায়, সেখানে একজন চিত্রনায়ককে নির্যাতন করার বিষয়ে “বাংলাদেশ চলচ্চিত্র সমিতি’ র্যাবের কাছে অভিযোগ করে। এরপর র্যাব ওই কেন্দ্রে অভিযান চালায়।
আরও পড়ুন:
ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসছে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা
প্রয়োজনের অতিরিক্ত সময় ভর্তি রেখে অর্থ আদায় এবং অনৈতিক কার্যক্রমে জড়িত থাকারও অভিযোগ পাওয়া যায় বলে জানান র্যাব মুখপাত্র। চিকিৎসার নামে সেখানে মানসিক নির্যাতন এবং যৌন হয়রানি করা হতো বলেও অভিযোগ রয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত