সারাদেশে জেঁকে বসেছে শীত

সংগৃহীত ছবি

সারাদেশে জেঁকে বসেছে শীত

অনলাইন ডেস্ক

দেশ জুড়ে জেঁকে বসেছে শীত। পৌষের কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছেন উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় সবচেয়ে বিপাকে শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষ। দেখা দিয়েছে শীতজনিত নানান রোগ।

আবহাওয়া অফিস বলছে, শীতের তীব্রতা আরো ৬ থেকে ৭ দিন থাকতে পারে।  

হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘে সূর্য ঢেকে থাকায় এবারের পৌষে দেখা দিয়েছে হাঁড়কাপানো শীত। হিমালয়ের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভুগছেন উত্তরের মানুষ। ঘন কুয়াশার কারণে সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলাভার।

গাড়ির হেডলাইট জালিয়েই চলাচলা করছে বেশিরভাগ যানবাহন।

মাঠ-ঘাট, সড়ক ও জনপদ কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। ভোরে কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষ।  শীত বস্ত্র না থাকায় খরখুটো জ্বালিয়ে উত্তাপ নেয়ার চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন:


শারীরিক সুস্থতার দোয়া


এদিকে, শীতের কারণে বাড়ছে রোগ বালাই। নিউমোনিয়া, শ্বাাসকষ্টসহ নানা রোগে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা।

আবহাওয়া অফিস বলছে,  আগামী সপ্তাহে আসছে মৃদু শৈত্য প্রবাহ। এরপর বাড়তে পারে তাপমাত্রা।  

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

news24bd.tv রিমু