বিশ্বে করোনায় একদিনে ২৩ লাখ ৬৪ হাজারেরও বেশি রেকর্ড শনাক্ত

সংগৃহীত ছবি

বিশ্বে করোনায় একদিনে ২৩ লাখ ৬৪ হাজারেরও বেশি রেকর্ড শনাক্ত

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় বিশ্বে আবারও করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। একদিনে ২৩ লাখ ৬৪ হাজারের বেশি শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে। প্রাণ হারিয়েছে ৬ হাজার ৮৫৯ জন।  এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ২৯ কোটি ৭৯ লাখ ছাড়ালো।

আর ৫৪ লাখ ৮১ হাজার ছাড়ালো মোট প্রাণহানির সংখ্যা।

২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৪২ হাজারের বেশি আক্রান্ত এবং ১ হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, একদিনে আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড গড়েছে ফ্রান্স। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজার ২৫২ জন।

২৪ ঘণ্টার হিসেবে রেকর্ড সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতেও। ১ লাখ ৮৯ হাজারের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাজ্যে ১ লাখ ৯৪ হাজার এবং স্পেনে ১ লাখ ৩৭ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

আরও পড়ুন:


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অগ্নিকাণ্ডে শিশুসহ মৃত্যু ১২


এদিকে, ভারতে একদিনে আক্রান্ত হয়েছে ৮৭ হাজারের অধিক। পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তের সংখ্যা একদিনেই ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

news24bd.tv রিমু