দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শফিকুল ইসলাম শামিম, রাজবাড়ী

দীর্ঘ ৪ ঘণ্টা পর আবারও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল আটটা দশ মিনিটে থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

ঘন কুয়াশার কারণে এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়।

এতে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

একাধিক যাত্রী জানান, 'সারারাত শীতের মধ্যে গাড়ি মধ্যেই রাত কাটাতে হয়েছে। ছিনতাইকারীর কারণে নিরাপত্তাহীনতায় গাড়ি থেকে নামতে পারিনি। সারারাত শীতের মধ্যে গাড়িতে থাকতে হয়েছে।

'

আরও পড়ুন:


ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

সারাদেশে জেঁকে বসেছে শীত


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক জালাল উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদুর্ঘটনা এড়াতে আজ ভোর ৪টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

news24bd.tv রিমু