বিবাহ বিচ্ছেদ হলে পোষা প্রাণীর দায়িত্ব যাবে কার কাছে, এ নিয়ে গতকাল বুধবার থেকে একটি নতুন আইন চালু করেছে স্পেন। আইনটি অনুযায়ী, সন্তানের মতোই পোষা প্রাণীর দেখভালের দায়িত্ব ভাগাভাগি করে পেতেন পারবেন স্বামী-স্ত্রী দুজনই। এর আগেও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ দিয়েছে পোষাপ্রাণীকে সংবেদনশীল সত্তার স্বীকৃতি। খবর রয়টার্সের।
ইউরোপের দেশগুলোর মধ্যে এর আগে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, পর্তুগাল ও অস্ট্রিয়া পোষা প্রাণীকে সংবেদনশীল সত্ত্বার স্বীকৃতি দিয়েছিলো। এবার তাদের পথেই পা বাড়ালো স্পেন। গতকাল বুধবার থেকে কার্যকর হলো একটি নতুন আইন। যেখানে প্রথমবারের মতো পোষা প্রাণীকে উল্লেখ করা হয়েছে জীবন্ত, সংবেদনশীল সত্ত্বা হিসেবে।
আরও পড়ুন:
বিশ্বে করোনায় একদিনে ২৩ লাখ ৬৪ হাজারেরও বেশি রেকর্ড শনাক্ত
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অগ্নিকাণ্ডে শিশুসহ মৃত্যু ১২
নতুন আইন অনুসারে, বিচ্ছেদের বিষয় পারিবারিক আদালতে উঠলে পোষ্য প্রাণীর দেখভালের বিষয়টি বিচারককে আমলে নিতে হবে। পরিবারের প্রয়োজনীয়তার পাশাপাশি মাথায় রাখতে হবে পশুপাখির মঙ্গলের বিষয়টিও। নতুন আইনটির ফলে সন্তুষ্ট দেশটির স্থানীয় বাসিন্দারাও।
যেকোনো মূল্যে পোষা প্রাণীর মালিকদের সেটির ভালো থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে, এমনটাই বলা হয়েছে নতুন আইনে।
news24bd.tv রিমু