এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সিইসি

এজেন্ডা বাস্তবায়নে মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি

অনলাইন ডেস্ক

নির্বাচন নিয়ে ইসি মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, ‘এই নির্বাচন কমিশনার মিথ্যাচার করেন। কোনো এজেন্ডা বাস্তবায়নে জন্য ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন। ’

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। এর আগে, বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ‘ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই’।

ইসি মাহবুবের মন্তব্যের বিষয়ে জানতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানতে চাইলে তিনি বলেন, ‘উনি তো এরকম বলেন সব সময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা।

নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়া কথা। ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছেন সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই। ’

কেএম নূরুল হুদা বলেন, ‘উনি এটা উদ্দেশ্য প্রলোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ। ’

আরও পড়ুন


স্যানমার প্রপার্টিজ এবার চট্টগ্রামে, চলছে ফ্ল্যাট প্রর্দশনী

news24bd.tv এসএম