ভারতের ঝাড়খণ্ডের বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন। বুধবার ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন।
পাকুর জেলার গোভিন্দপুর-সাহিবগঞ্জ হাইওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে। সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি।
দুর্ঘটনার পর বাসটিতে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘন কুয়াশার কারণে হয়তো ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।
news24bd.tv/এমি-জান্নাত