ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হওয়া পাইলটের ভুল

সংগৃহীত ছবি

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হওয়া পাইলটের ভুল

অনলাইন ডেস্ক

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী যে কপ্টার বিধ্বস্ত হয়েছিল, তাতে পাইলটের ভুল ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভিকে বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সূত্রটি।

গত ৮ ডিসেম্বর বিপিনকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয় তামিলনাড়ুতে। এতে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকাসহ ১৪ জন নিহত হন।

আরও পড়ুন:

ভারতের বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৭

এরপর এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। এই তদন্ত কমিটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে তাদের তদন্তের তথ্য–উপাত্তগুলো জমা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

news24bd.tv/এমি-জান্নাত