যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে দাঙ্গায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছে বাইডেন প্রশাসন।
৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার এক বছর পূর্তিতে এমন প্রত্যয় জানালো হোয়াইট হাউজ। দিনটি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তাঁর ভাষণে ৬ জানুয়ারির হামলার ঘটনার প্রকৃত সত্য প্রকাশ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
আরও পড়ুন:
ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হওয়া পাইলটের ভুল
ভারতের বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৭
ক্যাপিটলে হামলার বছর পূর্তি উপলক্ষে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডও বক্তৃতা রাখবেন। বক্তৃতার আগে তাঁর একটি উদ্ধৃতিও প্রকাশ করা হয়েছে। বলা হয়, ৬ জানুয়ারি হামলার সব অপরাধীকে আইনের আওতায় আনার ব্যাপারে বিচার বিভাগ অঙ্গীকারবদ্ধ রয়েছে।
তবে ক্যাপিটলে হামলার বছর পূর্তিতে অনেকটাই নীরব ট্রাম্প। এদিনে তিনি সংবাদ সম্মেলন ডেকেও তা বাতিল করেছেন।
news24bd.tv/এমি-জান্নাত