নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি

ফাইল ছবি

নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি

নিজস্ব প্রতিবেদক

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান তার স্বামীর বিরুদ্ধে  ধানমণ্ডি থানায়  সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন,  ডা. মুরাদ হাসান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায়  ডা. মুরাদ হাসানের স্ত্রী ডাঃ জাহানারা এহসান ধানমন্ডি থানায় অবস্থান করে জিডি করেন।

এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

তাকে মারধর করা হচ্ছে  বলে অভিযোগ করেন তিনি। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানান জাহানারা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বাসায় যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মুরাদ হাসানের স্ত্রী ৯৯৯-এ ফোন করলে পুলিশ পাঠানো হয়। ওই সময় ডা. মুরাদ বাসায় ছিলেন। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকেই অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।

news24bd.tv/আলী