এই প্রথমবারের মতো গাড়ি উৎপাদনশিল্পে নাম লেখাতে যাচ্ছে জাপানের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান সনি। এ লক্ষ্যে ২০২২ এর মাঝামাঝিতে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সিএনএন বিজনেস জানায়, সনির প্রধান নির্বাহী কর্মকর্তা কেনিচিরো ইয়োশিদা বাণিজ্যিকভাবে গাড়ি উৎপাদনের ব্যবসা শুরুর কথা নিশ্চিত করেছেন। লাস ভেগাসে চলমান বার্ষিক কনজিউমার ইলেকট্রনিকস প্রদর্শনীতে তিনি বলেন, বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে কাজ করবে প্রতিষ্ঠানটির নতুন ইউনিট সনি মোবিলিটি।
আরও পড়ুন:
ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হওয়া পাইলটের ভুল
ভারতের বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৭
২০২০ সালে অনুষ্ঠিত একই ইভেন্টে ভিশন এস নামে প্রথম প্রটোটাইপ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করে সনি। গাড়িটিতে ছিল স্বচালিত প্রযুক্তি। গাড়ি চালনাকে গতিশীল, নিরাপদ ও আরামদায়ক করাই সংস্থাটির লক্ষ্য বলে জানিয়েছে সিএনএন বিজনেস।
news24bd.tv/এমি-জান্নাত