নোয়াখালী কোম্পানীগঞ্জে নিখোঁজের ১৯ ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত আবির মজুমদার (২৮মাস)। উপজলোর চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ার জিকন মজুমদারের ছেলে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যা থেকে পরিবারের সদস্যদের অজান্তে নিখোঁজ হয়ে যায় শিশু আবির মজুমদার।
আরও পড়ুন: নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি
একপর্যায়ে তাকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করে কোন সন্ধ্যান না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য রাতের কারণে পুকুরে কোনো অভিযান পরিচালনা করতে পারেনি। পরবর্তী বৃহস্পতিবার দুপুরে পুনরায় অভিযান চালিয়ে দুপুর ১টা ২০মিনিটের দিকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করে।
news24bd.tv/ কামরুল