তাড়াশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পেল বসুন্ধরার কম্বল

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঁশহাটা মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

তাড়াশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পেল বসুন্ধরার কম্বল

অনলাইন ডেস্ক

‌‘এতিম বলে অনেকেই অবহেলা করে। মাদরাসার ভাঙা টিনের ঘরে মেঝেতে শুয়ে জারে (শীতে) ভীষণ কষ্ট করতে হয়। কম্বল পেয়ে আজ আমরা একটু হলেও ওমে (গরমে) ঘুমাতে পারব। আল্লাহপাক আপনাদের ভালো করুন’।

বেগমপুর কবরস্থানস্থান হাফিজিয়া মাদরাসার হানজেলা (৯), এবাদ আলী (১১), মোশারফ (১২)সহ ১৩ জন এতিম শিশু বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে এভাবেই তাদের অভিমত ব্যক্ত করে।

আজ বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঁশহাটা মাঠে শীতার্ত ২০০ অসহায় দরিদ্র মানুষের মাঝে এদিন কম্বল কিতরণ করা হয়।

দুপুর ১টা থেকেই শুভসংঘের কম্বলের কুপন হাতে আদিবাসী, হরিজন সম্প্রদায়সহ সংবাদপত্র হকার, রিকশা-ভ্যান চালক, ভিক্ষুক, গৃহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শীতার্ত মানুষ এসে জড়ো হতে থাকে তাড়াশ বাঁশবাজার  মাঠের সবুজ চত্বরে। কুপনের বিনিময়ে শুভসংঘের বন্ধুরা তাদের হাতে কম্বল তুলে দেন।

কালের কণ্ঠ শুভসংঘ তাড়াশ উপজেলা শাখা সভাপতি তপন গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের তাড়াশ-রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সনাতন দাশ, প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল, মিলু সরকার, লুৎফর রহমান, সামিউল শামীম প্রমুখ।

কম্বল পাওয়ার পর এসব দরিদ্র মানুষ এ ধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান। বসুন্ধরার কল্যাণকর কাজের ব্যাপক প্রশংসা করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন কম্বলপ্রাপ্ত শীতার্ত মানুষেরা।

আরও পড়ুন:

মাদারীপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক