ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পিষ্ট হয়ে নির্মম মৃত্যুর শিকার হয়েছে রিয়াদ নামের (৪) বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী আদর্শগ্রামে।
একই গ্রামের পেশাদার ট্রাক্টর চালক আমিনুর রহমান (৪৫) আজ বৃহস্পতিবার দুপুরে ১২টায় একটি আলু ক্ষেতে হাল চাষ দেয়। এ সময় একই গ্রামের প্রবাসী নুরন্নবীর (৫৫) কনিষ্ঠ ছেলে রিয়াদ (৪) ও হামিদের মেয়ে রেদোয়ানা (৫) লাঙ্গলের ফলায় পিষ্ট হয়।
আরও পড়ুন: নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি
তার সাথী রেদোয়ানা আক্তার গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশু দুটি ওই জমি থেকে আলু সংগ্রহ করে চলমান ট্রাক্টরে বসে ছিল। এক সময় ট্রাক্টরের ধাক্কায় পিছলে পরে এমন দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর চালক শিশুটির এমন অবস্থা দেখে অজ্ঞান হয়ে যায়। তাকেও রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেন।
news24bd.tv/ কামরুল