বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে একত্রে বসবাস করে আসছে। গত দুর্গাপূজার সময়ে এ সাম্প্রদায়িক সম্প্রীতিতে খানিকটা ছেদ পড়েছে মৌলবাদীদের আস্ফালনে যার নেতৃত্ব দিয়েছে বিএনপি-জামায়াত সহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। এ গোষ্ঠীই প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করেছে।
প্রতিমন্ত্রী আজ বিকালে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ, বেগমগঞ্জ, নোয়াখালী আয়োজিত 'লোক সাংস্কৃতিক উৎসব ২০২২ ও সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উৎসব উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন।
প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চা বেগবান করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে যার মধ্যে অন্যতম হলো উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, সাংস্কৃতিক উৎসব আয়োজন প্রভৃতি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রশাসনের বিশেষ অনুমতি নেয়া লাগবে না। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।
লোক সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ, বেগমগঞ্জ, নোয়াখালীর আহবায়ক আবুল ফারাহ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার ও চৌমুহনী পৌরসভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন কাজল প্রমুখ।
news24bd.tv/আলী