ইতালি থেকে আসা ১২৫ জন যাত্রীর করোনা শনাক্ত হয়েছে। ভারতের পাঞ্জাবের অমৃতসরে আসে তারা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।
চার্টার্ড ফ্লাইটটিতে ১৯ শিশুসহ ১৭৯ জন যাত্রী ছিলেন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতালি ওমিক্রনের উচ্চঝুঁকির দেশ হওয়ায় বিমানের সব যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। যাদের করোনা শনাক্ত হয়েছে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে।
আরও পড়ুন:
ভারতের প্রতিরক্ষাপ্রধানকে বহনকারী কপ্টার বিধ্বস্ত হওয়া পাইলটের ভুল
ভারতের বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৭
অমৃতসর বিমানবন্দরে পুলিশ ও যাত্রীদের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। বহুসংখ্যক যাত্রী বিমানবন্দর ছেড়ে যেতে চাচ্ছিলো এবং পুলিশ ভিড় সামালাতে চেষ্টা করে।
ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ; যা আগের দিনের দেড়গুণেরও বেশি। এ ছাড়া দেশটির ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩০ জন।
news24bd.tv/এমি-জান্নাত