রাজধানীর ডেমরার আমুলিয়ায় তেল ট্যাংকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঠাও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঠাও যাত্রী সাফিউর রহমান (৩২) গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মো. হুমায়ুন (৩৬)।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।
পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পাঠাও চালককে রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মুখোমুখি সংঘর্ষে পাঠাও চালক নিহত হয়েছেন। গুরুতর আহত সাফিউর রহমানের চিকিৎসা চলছে। নিহত পাঠাও চালকের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় পাওয়া গেছে। তার বাসা শ্যামপুরের গেন্ডারিয়ায়। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। ডেমরা থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন:
তাড়াশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পেল বসুন্ধরার কম্বল
news24bd.tv/তৌহিদ