পুলিশের গাড়িতে ঢিল ছুড়লো যুবক, অতঃপর...

ফাইল ছবি

পুলিশের গাড়িতে ঢিল ছুড়লো যুবক, অতঃপর...

অনলাইন ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের গাড়িতে ঢিল ছোড়ার অপরাধে মো. ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) রাতে জিরতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ সদস্যরা ফেরার পথে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

এসময় তিনি বলেন, ভোট শেষে ফেরার পথে পুলিশের গাড়িতে ঢিল ছোড়ার সময় ধাওয়া করে মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

আরও পড়ুন


নামাজ পড়তে যাওয়ার সময় বাস চাপায় দুইজনের মৃত্যু

news24bd.tv এসএম