বান্দরবানের গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

আটককৃত ৪ রোহিঙ্গা

বান্দরবানের গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজার সীমান্ত ঘেঁষা এলাকার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্র ও বেশকিছু গোলাবারুদসহ তাদের আটক করা হয়। আটককৃতদের মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন


নৌকার প্রার্থী ছোট ভাইকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত বড় ভাই

news24bd.tv এসএম