নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন কমিশনকে আমার নিরপেক্ষ মনে হচ্ছে না। কারণ আমি নির্বাচনের মাঠে সমান সুযোগ পাচ্ছি না।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। রাস্তায় তারা বড় বড় গেট করছে।
শুক্রবার (০৭ জানুয়ারি) সকালে নাসিকের বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগে যাওয়ার সময় নবীগঞ্জ ঘাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তৈমূর আলম বলেন, ইভিএম নিয়ে পুরে দেশবাসী শংকিত। ইভিএমে রেজাল্টটা রদবদল করা যায়। এটা সাধারণ মানুষই বলে। সাধারণ মানুষ যে জিনিসটা পছন্দ করে আমি সেটার পক্ষে।
আরও পড়ুন:
ইউপি নির্বাচন: সাভারে জামানত হারাচ্ছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী
সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
তিনি বলেন, এ নির্বাচনে আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস লোকে আমাকে ভোট দেবে। কারণ বিগত পঞ্চাশ বছরে আমার কোনো গণবিরোধী ভূমিকা নেই। আমি সবসময় নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো।