ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে গেলো ২৪ ঘণ্টায় একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতাল ও ক্লিনিকে ২১ জন রোগী ভর্তি আছেন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
ইউপি নির্বাচন: সাভারে জামানত হারাচ্ছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী
সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি রয়েছেন ৬২ জন। তারা সবাই গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারির মধ্যে ভর্তি হন। গত বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।