মহামারি করোনাভাইরাসে এখনও ভুগছে সারা বিশ্ব। প্রতিদিনই করোনা সংক্রমণে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হচ্ছে মানুষের। কিন্তু এই করোনা মহামারির মধ্যে নামের কারণে বিপদে পড়েছেন ভারতের এক লোক। মহামারি করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯’র সাথে নিজরে নামের মিল থাকায় তার নাম নিয়ে চলছে রসিকতা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ৩১ বছর বয়সী ওই ব্যক্তির নাম কোভিড কাপুর। থাকেন বেঙ্গালুরুতে। একটি পর্যটন সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও তিনি।
করোনাকালে নিজের নাম নিয়ে কতটা বিড়ম্বনায় পড়তে হয়েছে, তা নিজেই জানিয়েছেন কোভিড। যদিও ইংরেজিতে তার নামটা শুরু ‘কে’ দিয়ে, রোগের নামের মতো ‘সি’ দিয়ে নয়, তবুও হাসিঠাট্টা থেকে রেহাই মেলেনি। অবশ্য এই নামের কারণেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।
আরও পড়ুন:
কলোম্বিয়ায় সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত
কাঠমুন্ডুতে এ সপ্তাহের শুরুতেই অনুষ্ঠিত হলো কমিক এবং এনিমে উৎসব
কোভিড নামের কারণে অনলাইনে অনেকবার আক্রমণের শিকার হয়েছেন ভারতীয় এ যুবক। অনেকেই তাকে ‘ভাইরাস’ বলে কটাক্ষ করেছেন। তাই তাদের উদ্দেশে শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ সিনেমার সংলাপের ঢঙে তিনি টুইটারে লিখেছেন, ‘মাই নেম ইজ কোভিড অ্যান্ড আই অ্যাম নট এ ভাইরাস’ অর্থাৎ ‘আমার নাম কোভিড এবং আমি ভাইরাস নই। ’
নেট পাড়ায় তাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কিন্তু এত বিন্দু মাত্র বিচলিত নন বলে জানান কোভিড কাপুর।
news24bd.tv/আলী