কুষ্টিয়ার বাজারে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে সরু চালের দাম। খুচরা বাজারে দুই সপ্তাহে দুই টাকা বেড়ে এখন মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬১ টাকা কেজি দরে।
এদিকে কুষ্টিয়ায় চালকল মালিকদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন। গতকাল বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ বৈঠকে চালের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক এম. তাহসিনুল হক, বাংলাদেশ চালকল সমিতির সভাপতি আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ইউপি নির্বাচন: সাভারে জামানত হারাচ্ছেন ২৭ চেয়ারম্যান প্রার্থী
সোহেল রানার শারীরিক অবস্থার উন্নতি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
চালের মূল্যবৃদ্ধির জন্য চালকল মালিকরা ধানের মূল্যবৃদ্ধির কথা বলেন। চালের মূল্য নিয়ন্ত্রণে মিলগেটে এবং বাজারে চালের দামের তারতম্য ও মিলে ধান-চালের মজুদ পর্যবেক্ষণে মনিটরিং জোরদার করার কথা বলেন জেলা প্রশাসক।