ভারতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ফাইল ছবি

ভারতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক

ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিদেশ থেকে আসা সব যাত্রীর জন্য ৭ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবারের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, শনিবার থেকে ভারতে বাইরের দেশ থেকে যেসব যাত্রী আসবেন, তাদের সবাইকে অবশ্যই ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর আরটিপিসিআর টেস্ট করাতে হবে।

এতে আরও বলা হয়েছে, টেস্টে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হবেন, তাদেরকে হোম আইসোলেশনে থাকতে হবে।

পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশের তালিকাও বৃদ্ধি করা হয়েছে।

গেল ডিসেম্বরে যেখানে ১০টি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, শুক্রবার এই তালিকায় আরও ৯ দেশকে যোগ করার ফলে এই সংখ্যা পৌঁছেছে ১৯টিতে।

গত বছর করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ডেল্টার প্রাদুর্ভাবে ভারতে দেখা দিয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ, যার ধক্কায় দেশটির জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। কয়েকমাস বিরতির পর ওমিক্রনের প্রভাবে ফের ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছে হু হু করে।

আরও পড়ুন:


রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু

রাজধানীর কাপ্তান বাজারের আগুন নিয়ন্ত্রণে


উল্লেখ্য, ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, করোনায় মোট মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় শীর্ষস্থানে আছে ভারত।

news24bd.tv রিমু