প্রায় ৫ দিন ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবশেষে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার।
গতকাল শুক্রবার এক সরকারি আদেশে এ সম্পর্কে বলা হয়, গুলি চালানোর আগে তাদের সতর্ক করার কোনো প্রয়োজন নেই সেনা সদস্যদের।
ওই আদেশে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ সরকারি আরও বলেন, 'বিক্ষোভের নিয়ন্ত্রণ এখন বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের হাতে। আলমাতিতে অন্তত ২০ হাজার ডাকাত ঢুকে গত কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে।
আরও পড়ুন:
ভারতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
এরই মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৪৪ জনেরও বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ২৬ জন হলেন বিক্ষোভকারী, যাদের কাজাখ সরকার ‘সশস্ত্র সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে এবং বাকি ১৮ জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। একইসঙ্গে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার অন্তত ৩০০০ বিক্ষোভকারী। খবর বিবিসির।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে গোটা কাজাখাস্তান উত্তাল হয়ে উঠেছে। আগুনের দাবানলের মত পুরো দেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। এরই জের ধরে দেশটিতে সরকারের পতন চেয়ে বিক্ষোভ শুরু হয়।
news24bd.tv রিমু