রাজধানীতে মাদকবিরোধী অভিযানে চালিয়ে মাদকসহ ৭২ জনকে আটক করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই অভিযান পরিচালনা করেন।
গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
ভারতে বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক
হাফিজ আল আসাদ জানান, অভিযানে আটককৃতদের কাছ থেকে ৪ হাজার ৩৬১ পিস ইয়াবা, ১২১ গ্রাম ৬০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ১ বোতল দেশিমদ জব্দ করা হয়।
তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।
news24bd.tv রিমু