পার্বত্যাঞ্চলে শিশু-কিশোরদের সহায়তায় বিশেষ পরিকল্পনা: দীপংকর

রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার

পার্বত্যাঞ্চলে শিশু-কিশোরদের সহায়তায় বিশেষ পরিকল্পনা: দীপংকর

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি:

পার্বত্যাঞ্চলের অটিজম শিশু-কিশোরদের সহায়তায় সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।  

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের চিত্র বদলেছে। উন্নয়নে হয়েছে পাহাড়ের আনাচে-কানাচে। গড়ে উঠেছে বিদ্যালয় ও কলেজ।

প্রতিবন্ধী  ও অটিজম শিশু-কিশোরদের বিষয়ে সরকার খুবই আন্তরিক। তাদের জন্য সরকারের সব ধরণে সুযোগ সুবিদা অব্যাহত রয়েছে।  

অটিজম শিশু শিশুদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মানসিক বিকাশ ঘটিয়ে মূল স্রোতধারা সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের এ চেষ্টাকে তরান্তি করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

আরও পড়ুন: ফের বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত অটিজম বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

রাঙামাটি সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে এতে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বিশ্বজীত চাকমা, সোয়াকের ভারপ্রাপ্ত সচিব মো. সারোয়ার হোসেন প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

news24bd.tv/ কামরুল